📢 জরুরী নোটিশ
ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫ খ্রিঃ ও এস এস সি ২০২৬ নিবার্চনী পরীক্ষার সময়সূচী প্রকাশ ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫ খ্রিঃ ও এস এস সি ২০২৬ নিবার্চনী পরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে online এর মাধ্যমে ভর্তি আবেদন এবং নিশ্চয়নের সময়সীমা সংক্রান্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো
Headmaster

মোঃ বিলাল হোসেন

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)


আজগরা হাজী আলতাপ আলী হাই স্কুল এন্ড কলেজ

আজগরা হাজী আলতাপ আলী হাই স্কুল এন্ড কলেজ

আজগরা বাজার , লাকসাম , কুমিল্লা ।
তারিখ: 29-12-2025
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)-এর বাণী
শিক্ষার পরশ পাথরের মতো মানুষের কাছ থেকে সমস্ত পংকিলতা দূর করে। একজন মানুষ যদি পরিপূর্ণ ভাবে জ্ঞান আহরণ করতে না পারে তবে তার পৃথিবীতে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে উঠে। জ্ঞান আহরণের জন্য একজন মানুষকে একটি প্রতিষ্ঠান বা একজন স্বশিক্ষিত ব্যক্তির কাছে গমন করতে হয়। প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি নিজের স্বার্থ পূরণ করে শিক্ষা প্রদার করে ঐ গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থী শিক্ষা বাঁধাগ্রস্থ হয়ে দাঁড়ায়। বহুমাতৃক শিক্ষা দানের সক্ষমতা যদি ঐ ব্যক্তির মধ্যে বিরাজমান না করে তবে একজন শিক্ষার্থীও বহুমাতৃক জ্ঞানের অভাব নিয়ে বেড়ে ওঠে।
উদাহারণ স্বরূপ বলা যায়:- শিক্ষা প্রদান কারী ব্যক্তি যদি পুকুরের সাঁতার কাটতে না জানে শিক্ষার্থীটির মানসপটে সাঁতারের কৌশলগুলো অজানাই থেকে যায়। ঠিক একইভাবে একজন শিক্ষার্থী বক্তৃাই যদি পটু না হয়, সামাজিক ও রাজনৈতিক জীবনে বহুমানুষকে আয়ত্তে আনতে পারে না। একজন শিক্ষার্থীকে যদি শারিরীক শিক্ষা দেওয়া না হয় শিশুকাল থেকে শরীরচর্চা না করে বেড়ে ওঠে। শিক্ষার্থী অঙ্গ-প্রতঙ্গ গুলো নড়াচড়া না করেই পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনে সে অংশ গ্রহণ করা শুরু করে। তখনই ক্যান্সারের মত জটিল রোগ গুলো তার শরীরে বাসা বাঁধে। তখন তার মনটি হয়ে ওঠে হতাশাগ্রস্থ ও সমস্যাগ্রস্থ একটি মন। ‍শুধু পুস্তক থেকেই বিদ্যা মুখস্ত করার মাধ্যমে তাকে বিদ্যান হিসেবে তৈরি করা যায় বটে বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা যায় না। পৃথিবীতে আসা প্রতিটি মানবেরই এই গুনাবলী গুলো পাওয়ার অধিকার আছে। প্রতিটা মানবেরই মহামানব হয়ে গড়ে ওঠার অধিকার আছে। আজগরা হাজী আলতাপ আলী হাই স্কুল এন্ড কলেজের মতো কোঠি কোঠি শিক্ষা প্রতিষ্ঠান থাকা স্বত্বেও পৃথিবীতে কেনো এখনো ধর্ষক, খুনী, ঘুষখোর, ক্যান্সার রোগী, অত্যাচারী ও আশ্রয়হীন মা-বাবা পৃথিবীতে বসবাস করে এর উত্তর আমাদের শিক্ষক সমাজের কাছে দু-হাত পেতে খুঁজি।